রক্ত ঝরছে দেখছে এই দেশ
তবু ওদের ছলের আশ্রয়,
কে না জানে নালা দিয়ে
রক্তের গতির নেই কোনো ভয়।
নিজের স্বার্থে মুখ লুকিয়ে
মুখোশে সব সত্যি ঢাকে,
উলঙ্গ এই দেহ আমার
তোমরা দিও খবর মাকে।
মুখ ঢেকেছি নিজের হাতে
লজ্জা আমার ভীষণ মাগো,
পিশাচ ওরা দেইনি বাধা
তোমরা এখন যতোই রাগো।
এক এক করে খুলে নিয়ে
করছে যখন বস্ত্র হরণ,
বুঝেছিলাম তাদের হাতেই
লেখা আছে আমার মরণ।
কলঙ্কিত মুখখানি যে
ব্যথায় ভরা আমার কাছে,
কেমন করে দেখবে মাগো
তোমার মেয়ে এমন সাজে।
এসো যদি আমার কাছে
সাথে নিয়ে সাদা কাপড়,
ঢেকে দিও অঙ্গ আমার
দিয়ে ওদের গালে চাপড়।
মন্তব্য করতে ক্লিক করুন