কবিতা - আর কি আমি ছাড়ব তোরে রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য, গান আর কি আমি ছাড়ব তোরে। মন দিয়ে মন নাই বা পেলেম, জোর ক’রে রাখিব ধ’রে। শূন্য করে হৃদয়পুরী মন যদি করিলে চুরি তুমিই তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ ক’রে।। ♥ ০ পরে পড়বো ৮১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন