রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বেছে লব সব-সেরা

রবীন্দ্রনাথ ঠাকুর

বেছে লব সব-সেরা,
ফাঁদ পেতে থাকি—
সব-সেরা কোথা হতে
দিয়ে যায় ফাঁকি।
আপনারে করি দান,
থাকি করজোড়ে—
সব-সেরা আপনিই
বেছে লয় মোরে।

পরে পড়বো
৯২
মন্তব্য করতে ক্লিক করুন