কবিতা - ভোতন-মােহন রবীন্দ্রনাথ ঠাকুর ছড়া ভোতন-মােহন ভােতন-মােহন স্বপ্ন দেখেন— চড়েছেন চৌঘুড়ি, মােচার খােলার গাড়িতে তাঁর ব্যাঙ দিয়েছেন জুড়ি। পথ দেখালো মাছরাঙাটায়, দেখল এসে চিংড়িঘাটায় ঝুম্কো ফুলের বােঝাই নিয়ে মােচার খোলা ভাসে। খােকন-বাবু বিষম খুশি, খিল্খিলিয়ে হাসে। ♥ ০ পরে পড়বো ১১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন