কবিতা - হে উষা নিঃশব্দে এসো রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য হে উষা, নিঃশব্দে এসো, আকাশের তিমিরগুণ্ঠন করে উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও, জড়ত্বের বাধা নিশ্চেতন করে উন্মোচন। ভেদবুদ্ধি-তামসের মোহযবনিকা, হে আত্মন, করে উন্মোচন। ♥ ০ পরে পড়বো ৮৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন