কবিতা - হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর গান হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু।। তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি, তার পরে সব নীরব শান্তিরাশি- তার পরে শুধু বিস্মৃতি আর ক্ষমা- শুধাব না আর কখন্ আসিবে অমা, কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।। ♥ ০ পরে পড়বো ৮৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন