কবিতা - যে থাকে থাক্-না দ্বারে রবীন্দ্রনাথ ঠাকুর গান যে থাকে থাক্-না দ্বারে, যে যাবি যা-না পারে। যদি ঐ ভোরের পাখি। তোরি নাম যায় রে ডাকি, একা তুই চলে যা রে॥ কুঁড়ি চায়, আঁধার রাতে শিশিরের রসে মাতে। ফোটা ফুল চায় না নিশা, প্রাণে তার আলোর তৃষা, কাঁদে সে অন্ধকারে॥ ♥ ০ পরে পড়বো ১১৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন