কবিতা - কার হাতে যে ধরা দেব হায় রবীন্দ্রনাথ ঠাকুর গান কার হাতে যে ধরা দেব হায় তাই ভাবতে আমার বেলা যায়। ডান দিকেতে তাকাই যখন বাঁয়ের লাগি কাঁদে রে মন- বাঁয়ের দিকে ফিরলে তখন দখিন ডাকে ‘আয় রে আয়’।। ♥ ০ পরে পড়বো ৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন