কবিতা - মনে হয় হেমন্তের দুর্ভাষার রবীন্দ্রনাথ ঠাকুর বিবিধ কবিতা মনে হয় হেমন্তের দুর্ভাষার কুজ্ঝটিকা পানে আলােকের কী যেন ভর্ৎসনা দিগন্তের মূঢ়তারে তুলিছে তর্জনী। পাণ্ডুবর্ণ হয়ে আসে সূর্যোদয় আকাশের ভালে, লজ্জা ঘনীভূত হয় হিমসিক্ত অরণ্যছায়ায় স্তব্ধ হয় পাখিদের গান॥ ♥ ০ পরে পড়বো ৮৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন