কবিতা - নম্রতা রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা কহিল কঞ্চির বেড়া, ‘ওগো পিতামহ বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ। আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল, তবু মাথা উঁচু করে থাকি চিরকাল।’ বাঁশ কহে, ‘ভেদ তাই ছোটোতে বড়োতে— নত হই, ছোটো নাহি হই কোনোমতে।’ ♥ ০ পরে পড়বো ১১২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন