কবিতা - ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না রবীন্দ্রনাথ ঠাকুর গান ওই আঁখি রে! ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও- কী আর রেখেছ বাকি রে।। মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ- কী সুখে পরান আর রাখি রে।। ♥ ০ পরে পড়বো ৭৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন