কবিতা - অল্প জানা ও বেশি জানা রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা তৃষিত গর্দভ গেল সরোবরতীরে, ‘ছি ছি কালো জল’ বলি চলি এল ফিরে। কহে জল, ‘’জল কালো জানে সব গাধা, যে জন অধিক জানে বলে ‘জল সাদা’।’ ♥ ০ পরে পড়বো ১৫৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন