কবিতা - পাগলিনী তোর লাগি রবীন্দ্রনাথ ঠাকুর গান পাগলিনী, তোর লাগি কী আমি করিব বল্। কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল। আদরের ধন তুমি, আদরে রাখিব আমি- আদরিণী, তোর লাগি পেতেছি এ বক্ষস্থল। আয় তোরে বুকে রাখি– তুমি দেখো, আমি দেখি– শ্বাসে শ্বাস মিশাইব, আঁখিজলে আঁখিজল।। ♥ ০ পরে পড়বো ৬৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন