কবিতা - পর ও আত্মীয় রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা ছাই বলে, ‘’শিখা মোর ভাই আপনার।’ ধোঁয়া বলে, ‘আমি তো যমজ ভাই তার।’ জোনাকি কহিল, ‘মোর কুটুম্বিতা নাই, তোমাদের চেয়ে আমি বেশি তার ভাই।’ ♥ ০ পরে পড়বো ১৫০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন