কবিতা - স্বাধীনতা রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা শর ভাবে, ‘ছুটে চলি, আমি তো স্বাধীন,— ধনুকটা এক ঠাঁই বদ্ধ চিরদিন।’ ধনু হেসে বলে, ‘শর, জান না সে কথা— আমারি অধীন জেনো তব স্বাধীনতা।’ ♥ ০ পরে পড়বো ৩১৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন