কবিতা - সকাল সাঁজে রবীন্দ্রনাথ ঠাকুর গান সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে। আমি কেবল বসে আছি, আপন-মনে কাঁটা বাছি পথের মাঝে। সকাল-সাঁজে॥ এ পথ বেয়ে সে আসে, তাই আছি চেয়ে। কতই কটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে, মরি লাজে, সকাল-সাঁজে॥ ♥ ০ পরে পড়বো ৭৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন