কবিতা - সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা কানাকড়ি পিঠ তুলে কহে টাকাটিকে, ‘তুমি ষোলো আনা মাত্র, নহ পাঁচ সিকে।’ টাকা কয়, ‘আমি তাই মূল্য মোর যথা— তোমার যা মূল্য তার ঢের বেশি কথা।’ ♥ ০ পরে পড়বো ১২৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন