কবিতা - সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার রবীন্দ্রনাথ ঠাকুর গান সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক। সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না! সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক- পাখিটি উড়িয়ে যাক।। মুদিত নয়ন খুলিয়ে আমার সাধের স্বপন যায় রে যায়। ♥ ০ পরে পড়বো ৪২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন