দিন যদি নাইবা যাবে
রাত্রি কেন আসে ?
বিরহে আমার হৃদয় পোড়ে
নাই যে তুমি পাশে ।
আমার চোখের অশ্রু তুমি
আমার চোখের দৃষ্টি ।
পাজঁর ভেঙে গড়া তুমি
অপূর্ব এক সৃষ্টি !
আমার হৃদয় গহীনে যে এক
ছোট্ট প্রাসাদ খানি ।
সেই প্রাসাদের বিজলী তুমি
তুমিই মহারানী ।
উঠোন জুড়ে বিশাল বাগান
নানা ফুলের চাষ ।
সকল ফুলের সৌরভ তুমি
তুমি আমার সুভাষ ।
আমার একটা আকাশ আছে
অমাবস্যায় ঢাকা ।
সেই আকাশের চন্দ্র তুমি
মধুর জোছনা মাখা ।
পাহাড় চেঁরা ঝর্না আমার
তুমি যে তার জল ।
বুকের মাঝে তোমায় পেয়ে
হৃদয় টলমল ।
আমার একটা দিঘি আছে
নীলচে জলে বদ্ধ ।
জলের পরী তুমি আমার
তুমিই আমার পদ্ম ।
আমার একটা ভুবন আছে
শুধু তোমায় ঘেরা ।
সেই ভুবনের মায়া তুমি
সকল নারীর সেরা ।
আমার একটা হৃদয় আছে
তুমিই যে তার ছন্দ ।
যাস্ যদি তুই ফেলে আমায়
হৃৎপিণ্ড হবে বন্ধ ।
October 21, 2016 at 1:30 AM

মন্তব্য করতে ক্লিক করুন