আগুন লেগেছে ওই চোখে
পুড়ে গ্যাছে মন,
কেউ জানে না কার জন্য
কে পোড়ে কখন!
কত যে শুনেছি এখানে
মন ভাঙার গান,
শেষ বিকেলের প্রেম তুমি
রাতে তানপুরার তান।
পেলাব প্রেমের পিদিম জ্বলে
হাজারও সাইক্লোন ঝড়ে,
তবুও কেন তোমার জন্য
সারবেলা মন পোড়ে।
ভালোবেসেছি আমি তারে
শত জনম ধরে,
তোমারি অপেক্ষায় বসে আছি
কখন আসবে ফিরে।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন