একদিন শাহবাগে তোমাকে পাবার অযৌক্তিক দাবিতে বিক্ষোভ করবো।
তোমার প্রাক্তনরা একাত্মতা ঘোষণা করবে,
ছাত্রলীগ রুপে লাঠি হাতে তেড়ে আসবে তোমার বর্তমান।
একদিন ‘ভালোবাসা দাও নইলে মরে যাবো’ নামক বই লিখে হইচই ফেলে দেবো।
সিলিংয়ে ঝুলে থাকা ফ্যানে বাঁধা দড়ি খুলতে খুলতে নিজের কাঁধে থাবড়া দিয়ে বলবো ‘দড়ি বাঁধছিলি ক্যান বাইঞ্চোদ’!
একদিন ‘প্রেমের কাঁথা পুড়ি’ বিষয়ক চুক্তি ইস্তফা দিয়ে প্রেমিকার খোঁপায় ফুল গুঁজবো।
ভালোবাসাকে পবিত্র ঘোষনা করে বিচ্ছেদের পায়ে বেড়ি বাঁধবো।
একদিন তোমার জন্য ফেলে রাখা ভালোবাসার অংশটুকু অন্য প্রেমিকাকে দিয়ে ভার মুক্ত হবো।
রাত জেগে অখাদ্য, বাসি, পঁচা কবিতা উদগীরণ করা ছেড়ে দেবো।
একদিন আমি সত্যিকার কবি হয়ে উঠার আপ্রাণ চেষ্টা করবো।
একদিন আমি আমার হয়ে উঠবো, কসম!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন