অভিশাপ
অভিশাপ
রাকিবুল ইসলাম রাহান

আলোচনা - অভিশাপ

লেখক: রাকিবুল ইসলাম রাহান
প্রকাশ - শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

অহংকারে ভাসো কেন? ভাবো সুখের রাজা,
মানুষ কাঁদে ব্যথায়, তবু হাসো মিছে সাজা!

একটি কথার আঘাতে কেউ মরে কেঁদে কেঁদে,
অভিশাপে জ্বলবে তুমি, আসবে বেদনায় বেঁধে!

ছোটো জনে তাচ্ছিল্য করে দিলে যে অপমান,
সেই ব্যথাতে জ্বলবে তুমি, হারাবে সম্মান!

ক্ষমতার সে আসন যত চড়াও তুমি ভবে,
সময় ঘুরে দেবে ধাক্কা, বুঝবে তখন কবে?

তাই বলি হে মানব, করো না আর অন্যায়,
পাপের ছায়া ঘুরবে ফিরে, পাবেই দুঃখ দায়!

৫৪
মন্তব্য করতে ক্লিক করুন