রাকিবুল ইসলাম রাহান

কবিতা - প্রিয় বউ

লেখক: রাকিবুল ইসলাম রাহান

প্রিয় বউ

তোমার মায়াভরা মুখটি মনে পড়ে প্রতিটি ক্ষণে,
এই দূর প্রবাসে আছি শুধু তোমারই মায়ার বন্দনে।
ক্ষুধার তাড়নায় পথ বেছে নিয়েছি দূরের দেশে,
তবু মন বাঁধা তোমারই স্নিগ্ধতায়, স্মৃতির গহিন রেশে।

ধৈর্য ধরো, প্রিয়, এ কষ্টের দিন একদিন ফুরাবে,
আমরা হবো একসাথে, সুখের সুরে জীবন জুড়াবে।
ইনশাআল্লাহ, এই পথের শেষটায় আসবে আলোর ঝরনায়,
তোমার চোখের জলে সুখের হাসি ফুটবে ধীর স্নিগ্ধতায়।

একটু অপেক্ষা করো, আমি ফিরবো তোমারই কাছে,
আমাদের ভালোবাসায় কেটে যাবে দূরত্বের আঁধারে – লেখক: রাকিবুল ইসলাম

১৮০
মন্তব্য করতে ক্লিক করুন