পথে চলি সকাল-সাঁঝে,
ভয় লুকায় বুকের মাঝে।
নিয়ম মানলে সবাই মিলে,
জীবন থাকবে সুখের তালে।

সিগনালে থামো ঠিক সময়ে,
দেখো চারপাশ সততায় মনে।
ওভারটেক নয়, ধীরে চলো,
নিরাপদ পথেই জীবন ভালো।

হেলমেট মাথায়, বেল্ট বেঁধো,
নিয়ম মেনে চলতে শেখো।
দ্রুতগতি নয়, শান্তি চাই,
সবাই মিলে সুন্দর পথ চাই।

নিয়ম মানলে থাকবে আশা,
পথ হবে সবার ভরসা।
দুর্ঘটনা হবে না আর,
পথ হোক সবার অধিকার।pp

৭২
মন্তব্য করতে ক্লিক করুন