ভাই-বোনের বাঁধন
এক উঠোনে খেলা, এক সাথে পথচলা,
একই ঘরে বড় হওয়া, স্বপ্নে জড়িয়ে মেলা।
ঝগড়ার মাঝে হাসি, কান্নার মাঝে গান,
শৈশবের সেই বাঁধন ছিল হৃদয়ে অটুট জান।
তারপরে সে চলে গেল অন্যের ঘরে,
তবু ভালোবাসা থাকে হৃদয়ের তরে।
শুধু দূরত্ব বাড়ে, মন তো থাকে ভাইয়ের বাড়িতে,
ভাই-বোনের সম্পর্ক থাকে মধুর, চিরকাল।
সময় যতই চলে, বাঁধন থাকে একই,
শৈশবের স্মৃতি জুড়ে, ভালোবাসা মিশে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন