পথে পথে হাঁটে শিশু একলা,
পায়ে নেই জুতো, মুখে হাসি ফেলা।
ধুলায় মিশে যায় তার খেলা,
স্বপ্ন নিয়ে চলে, দুঃখ সে গেলা।
পথের মাঝে হারায় আশা,
তবুও মনেতে আছে উজ্জ্বল আশা।
পেটে ক্ষুধা, চোখে আলো,
হাসতে হাসতে বাড়ি গেল।
সূর্য ডুবতে চাই, রাতের কোণে,
শিশুর হাসি বাজে, হৃদয় সুরে।
বাতাসে মাঝে ভেসে আসে মিষ্টি গন্ধ,
মনের অজানা পথে, সে চলে একা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন