আনজুর চোখে মধুর আলো,
নাজিম বলে, “তুমি ভালো।”
নদীর ধারে বসে দু’জন,
প্রেমের স্রোতে বাঁধে জীবন।
আনজুর হাসি সোনার মতো,
নাজিম দেখে হৃদয় ততো।
তাদের মাঝে প্রেমের রেশ,
চিরদিনের সুখের দেশ।
আনজুর হাতে নাজিমের হাত,
তাদের স্বপ্ন আকাশের মতো সাথ।
প্রেমের গানে ভরপুর মন,
জীবনের পথে সঙ্গী দু’জন।
সন্ধ্যার রাঙা আলোয় দাঁড়িয়ে,
নাজিম বলে, “তোমায় ছাড়া কে বাঁচে?”
আনজু হাসে, “তোমায় ছাড়া জীবন শূন্য,
তুমি আমার আকাশ, তুমি সম্পূর্ণ।”
তাদের গল্প চিরকাল বয়,
ভালোবাসার রঙে পৃথিবী জয়।
আনজু-নাজিম, প্রেমের ধ্রুব তারা,
সবার মাঝে থাকে উজ্জ্বলা সারা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন