Wed, 13 Nov 2024, 7.00AM
হৃদয়ের মাঝে
রাসেল নির্জন
ভোরের সোনালী রঙে রৌদ্রস্নাত ভেজা পাতা,
ফুলের পাপড়িতে সূর্যরশ্মির লুকোচুরি খেলা;
হৃদয়ের মাঝে বেজে উঠে প্রকৃতির সুর,
আমার মধ্যে তুমি, তোমার মধ্যে আমি,
এ যেন এক সাঁঝ-প্রভাতের মিলনমেলা।
পাখির গান, শীতল বাতাস, ভেজা পাতা,
প্রকৃতিতে সূর্যের প্রথম চুম্বন,
অমৃত সুধায় লীন হয়ে থাকে পৃথিবী,
প্রকৃতির মাঝে আনে কেমন এক নতুন জীবন!
সূর্য হাসে, আকাশে ছড়ায় সোনালি আলো,
সোনালি আলো হয়ে তুমি থেকো,
আমার সমস্ত অনুভূতির ভিতরে,
যেমন আলো মিশে যায় পৃথিবী তরে!
হৃদয়ে চিরকাল, অন্তহীন, অবিরাম,
যতটুকু সূর্যরশ্মি ছড়ায় আকাশে,
নক্ষত্রেরা থাকে অক্ষয়, অম্লান মহাকাশে,
ততটুকু তুমি জেগে ওঠো আমার মাঝে!
©Rashel Nirjhon
মন্তব্য করতে এখানে ক্লিক করুন