নিজেকে খোঁজা
রাসেল নির্জন
অন্তরে এক অশান্তির ঝড় বয়ে যায়,
যতটুকু বুঝি, ততটুকু আরো হারায়,
বাহিরে সুখের হাসি, অথচ ভিতর ফাঁকা,
নিজের সঙ্গেই যুদ্ধ, এক অজানা নিঃসঙ্গতা!
সমাজের চাপ আর বন্ধুর উক্তি,
সবই মানে, তবু কি শান্তি আসে?
নিজের সঙ্গে দূরত্ব গড়ে তুলতে চাই,
কিন্তু কোথাও যে পালাবার পথ নাই।
মন ভেঙে ফেলে দুশ্চিন্তার ভারে,
মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলে ঝড়ে
কিন্তু জানি, এই অবস্থা শুধু মনে,
সময় বদলাবে নতুন ভোরের আহ্বানে!
পালানো নয়, বরং নিজেকেই খুঁজে পাওয়া,
নিজেরই অন্ধকারে আলোর পথে যাওয়া।
© Rashel Nirjhon
মন্তব্য করতে এখানে ক্লিক করুন