মন খানি হায় যায় ভেঙে যায়
কাঁচ ভাঙার ই মত
লাগে কি আর জোড়া বলো
মুছে যায় কি ক্ষত!
হয় কি আর আগের মত
সুস্থ-সবল মন
তবুও মানুষ মন ভাঙার ই
করছে আয়োজন!❤️

৮২
মন্তব্য করতে ক্লিক করুন