কবিতা - ~লুকায়িত প্রেম~

রিমা
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ প্রেমের কবিতা

লুকিয়ে আমি রাখবো তোমায়
এই বুকের-ই মাঝে
দু-চোখ ভরে দেখবো তোমায়
যেমনটা দেখিনি আগে!
বাঁকা চোখে চোখ পাকিয়ে
দেখবো শুধু তোমায়
যত্ন করে রাখবো আমার
হৃদয় পিঞ্জিরায়!
দূর সীমানায় দুজন মিলে
দিবো চলো আজ পাড়ি
হারিয়ে যাবো প্রেম গহীনে
ফিরবো না আর বাড়ি!!

পরে পড়বো
৩৬৯
মন্তব্য করতে ক্লিক করুন