আরএইচ রনি

কবিতা - গ্রামের কুসংস্কার

আরএইচ রনি
শনিবার, ০৪ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

ঘর হইতে বের হইল নিয়ে হাসিমুখ~
ভাল কাজে যাইবে সে হাঁটছে চুপিচুপ,
যাওয়ার পথে দেখল লোক
হইল না তার কাজে সুখ।
তার ব্যর্থতার দায় দিল পথে লোক কেই।

ভাল কাজে রওনা হইতে দেখল কালো বিড়াল~
সেই কাজ আর সফল হবেনা বলে সর্বলোকে।
যাওয়ার পথে উষ্ঠা খাইল আহা কি অমঙ্গল~
কাজ বুঝি সফল হইবে না, হইবে এবার ব্যর্থ।

রাতে নিশিতে ডাকল কুকুর ঘরের পাশে এসে~
সেই ঘরের মানুষের অসুখ ” হাইরে কি যে কপাল?
স্বপ্নের ভবে কাক দেখিলে হইবে সর্বনাশ ~
বই,কিতাব দেখিলে’ হইবে যে মহারাজ।
সাপ দেখিলে বিপদ হইবে,দুধ দেখিলে না~
ছায়া দেখিলে হইবে নাকি মহা সর্বনাশ।

পরে পড়বো
৩৬০
মন্তব্য করতে ক্লিক করুন