এক কন্ঠ থেকে হাজার কন্ঠ

একটি ফুল ঝরে গেলে হাজার ফুল ফোটে
বসন্ত কি থামানো যায় অগ্নি বুলেটে !

এক হাদী মারা গেছে—শিরোনামে ইতিহাস কাঁপে,
কিন্তু রক্তে লেখা স্বপ্ন, কখনো কি থামে?
এক হাদী পড়ে গেলে, রাজপথ কি ফাঁকা হয়ে যায়?
না—লক্ষ হাদী জেগে ওঠে, ঘরে ঘরে আলো ছড়ায়।

যারা ভেবেছিল গুলি মানে নীরবতা,
তারা কি জানে? গুলিই জন্ম দেয় নতুন কথা।
একটি কণ্ঠ স্তব্ধ হলে ভয় পায় জালিমের ঘুম,
কারণ হাজার কণ্ঠ তখনই খুঁজে পায় ভাষার রুম।

হাদী নাম এখন আর এক জনের নয়,
এটা প্রতিটি বুকের ভেতর দাঁড়িয়ে থাকা ভয়হীন স্বর।
এক হাদী মারা গেছে—লড়াইয়ে,
কিন্তু লক্ষ হাদী বেঁচে আছে, শপথে অটল হয়ে।

“রিয়াজ খান হৃদয়”

পরে পড়বো
৬৯
মন্তব্য করতে ক্লিক করুন