“মাঘের সকাল”
মাঘের শীতে কুয়াশা নামে মাঠের বুকে চুপচুপি,
ঘাসের ডগায় শিশির ঝরে, রুপোর মতো ঝলমলি।
ভোরের আলো ফোটার আগেই জাগে কৃষক ঘুম হতে,
লাঙল ধরে মাটির সঙ্গে কথা বলে নীরব প্রাতে।
শ্রমিকেরা কাঁধে স্বপ্ন বয়ে, হাঁটে কুয়াশার তরে,
ঠোঁট কাঁপে শীতে, তবু আশা জ্বলে বুকের ভেতরে।
হিমেল হাওয়ায় জড়িয়ে থাকে ক্ষুধার নীরব গান,
তবু তারা গড়ে সকাল, গড়ে দেশের প্রাণ।
রোদ উঠলে শীত ভাঙে, ঘাম মেশে মাটির ঘ্রাণে,
মাঘের সকালে জনতারাই ইতিহাস লেখে প্রানে।
“রিয়াজ খান হৃদয়”
২২/০১/২৬

মন্তব্য করতে ক্লিক করুন