রোমান হোসাইন

কবিতা - আছিয়ার কান্না

লেখক: রোমান হোসাইন

আছিয়ার কান্না
রোমান হোসাইন

মাগুরার মাটিতে পড়ে রইল,
আছিয়ার স্বপ্ন, তার প্রাণের মিছিল।
আকাশ কাঁদে, বাতাস থমকে,
মানবতার মুখ ঢেকে গেছে আঁধারে।

মায়ের কোলে ছিল সে একদিন,
হাসি-খুশি স্বপ্নে ভরা সেই দিন।
কিন্তু দানবের লালসার শিকলে,
মরে গেলো তার সকল স্পন্দন।

চিৎকার করেছিল, কেউ শুনলো না,
সমাজের দেয়াল রইল নির্বাক!
ন্যায়ের বানী হয়তো লেখা আছে,
কিন্তু বিচার কি হয় এই দেশে?

নদী যেমন বয়ে চলে আপন পথে,
আছিয়ার প্রাণ চলে গেল অন্ধকার গহ্বরে।
কিন্তু সেই কান্না থেকে যাবে রয়ে,
মানুষের বিবেক কি একদিন জাগবে?

হে সমাজ, আর কত লাশ চাই?
আর কত স্বপ্ন হবে ছাই?
আছিয়ার গল্প যেন শেষ না হয়,
বিচার হোক, ন্যায় ফিরে আসুক—
নারী যেন বাঁচতে শেখে আবার!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন