আকাশ কাঁদে, মাটি কাঁদে
রোমান হোসাইন
(আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ. কে উৎসর্গ করে)
আকাশ কাঁদে, মাটি কাঁদে, কাঁদে নিঃসঙ্গ বাতাস,
যে কণ্ঠে ছিল কুরআনের নূর, হারাল সে উজ্জ্বল আভাস।
যে হৃদয় ছিল তওহিদের আলো, ছিল দীপ্ত ঈমান,
আজ সে হৃদয় নিথর পড়ে, ব্যথিত প্রতিটি প্রাণ।
মিনার কাঁদে, মসজিদ কাঁদে, কাঁদে কুরআনের আয়াত,
যে কণ্ঠে ছিল নবীর দরদ, আজ শুধুই স্মৃতির বাতায়।
তাঁর বাক্য ছিল ধারালো তরবারি, সত্যের শাণিত ভাষা,
অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠ, ছিলেন হকের উপমা।
তাঁর চোখে ছিল উম্মাহর স্বপ্ন, ছিল নবীর ভালোবাসা,
কত অশ্রু ঝরেছিল তাঁর চোখে, দুঃখের ছিল না পরিসীমা।
জীবন কাটালেন সত্যের পথে, পেরোলেন কঠিন বাঁধা,
অবিচারও তাঁকে দমাতে পারেনি, তিনি ছিলেন সত্যের সাধা।
কাঁদছে বাংলাদেশ আজ, কাঁদছে কোটি মন,
যে আলো ছড়াতেন প্রতিটি প্রাণে, নিভলো সেই জীবন।
কিন্তু ইতিহাস ভুলবে না তাঁকে, থাকবেন চির অমলিন,
আল্লাহর কাছে দোয়া করি, জান্নাত হোক তাঁর গন্তব্যস্থল।
(— আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।)
মন্তব্য করতে এখানে ক্লিক করুন