বাংলাদেশ
রোমান হোসাইন
নীল আকাশের নিচে সবুজের দেশ,
স্বপ্নে আঁকা এক রঙিন রূপকথার বেশ।
পদ্মা, মেঘনা, যমুনার ঢেউ,
গেয়ে চলে সোনার বাংলার গৌরবের বাউ।
সবুজ শস্যের মাঠে সুবাস ভাসে,
মাটির টানে প্রাণটা যেন বারবার হাসে।
সোনালি ধানের শীষে রোদ্দুর মেশে,
এই মাটির প্রেমে মন বারে বারে ফেরে।
রক্তে রাঙা এক ইতিহাস গাথা,
মুক্তির মন্ত্রে বাজে বীরের কথা।
আকাশে উড়ে লাল-সবুজের নিশান,
বিজয়ের গান গায় প্রাণে প্রাণ।
আমার বাংলাদেশ, গৌরবের ধন,
তোমার জন্য বেঁচে থাকাই আমার জীবন।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন