বসন্তের আহ্বান
রোমান হোসাইন
ফাগুন এল, দখিনা হাওয়া
বয়ে আনে ফুলের গন্ধ,
পলাশ, শিমুল রাঙিয়ে দিল
ধরণীর সবুজ আঁচল বন্ধ।
আমের ডালে মুকুল হাসে,
মধুমাখা বসন্ত গানে,
মৌমাছিরা গুনগুনিয়ে
ফিরে চলে ফুলের টানে।
কোকিল গায় মধুর সুরে,
বুকের ভেতর জাগে সাধ,
বসন্ত এসে ডাক দেয়
প্রেমে ভরা নতুনবাদ।
আকাশ জুড়ে রঙের খেলা,
হৃদয় ভরে ভালোবাসায়,
বসন্ত মানে নতুন আশা,
সুখের রোদ ঝলমলায়,
নতুন গানে মন রাঙিয়ে
ছুটে চল তুমি অবিরাম।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন