রোমান হোসাইন

কবিতা - ফজরের একরাশ মুগ্ধতা

রোমান হোসাইন

ফজরের একরাশ মুগ্ধতা
— লেখক: রোমান হোসাইন

নিঃশব্দ ভোরের আকাশে
ফুটে ওঠে আলোর প্রথম স্ফুলিঙ্গ,
তারারাও ধীরে ধীরে গুটিয়ে নেয়
রাতের স্বপ্নভরা আঁচল।

শিশিরভেজা পাতায়
জোনাকির শেষ ঝিলিক ম্লান হয়ে আসে,
আর দূর থেকে ভেসে আসে
আজানের স্নিগ্ধ ডাক—
হৃদয় ভরে ওঠে প্রশান্তির স্রোতে।

ফজরের সে একরাশ মুগ্ধতা—
পবিত্রতার অদ্ভুত আহ্বান,
যেখানে দোয়ার কান্না মিশে যায়
পাখিদের প্রথম কূজনের সঙ্গে।

এই মুহূর্তে
মনে হয় পুরো দুনিয়া যেন
রঙিন হয়ে উঠেছে নূরের আলোয়,
আর মানুষের অন্তরে জেগে ওঠে
নতুন দিনের আশার প্রতিশ্রুতি।

ফজরের সেই নির্মল নিশ্বাসে
লুকিয়ে আছে অশেষ রহমত,
যা আলোকিত করে জীবন
আর পথ দেখায় চিরন্তন মুক্তির।

৩৩
মন্তব্য করতে ক্লিক করুন