রমজান আল সিয়াম

কবিতা - অনন্ত ঘুমের শুক্রবার

লেখক: রমজান আল সিয়াম

দিনের স্রোতে ভেসে আসা,
ক্লান্ত পথের বাঁক,
কবে সেই শুক্রবার,
ঘুমে জুড়াবে আঁখিপাক?

অনন্ত এক আলয়,
দুশ্চিন্তা নাহি রয়,
সেথায় অনন্তকাল,
ঘুমের ভেলায় তরী বয়।।

ভালোবাসুক বা না বাসুক,
কান পেতে রই একা,
ডাহুকের করুণ সুর,
যেন দূরের বাঁশি রেখা।

আযানের ঐ উদাত্ত তান,
ক্বেরাতের শান্ত বাণী,
সৃষ্টিকর্তার প্রেমধারা,
দিক শান্তির হাতছানি।।

আমি তো একেলা পথিক,
পথের শেষে হই হারা,
কাঁদুক বা না কাঁদুক কেউ,
রবে না অশ্রুধারা।

শুধু নীরব শ্রদ্ধার দান,
কালের দীর্ঘ পথ ধরি,
স্মৃতির পাতায় আঁকা রবে,
আমার চলার তরী।।

সবার তরে ভালোবাসা,
হৃদয়ের গভীরে গাঁথা,
প্রতিদিনের এই বাঁধাধরা,
আর ভালো লাগে না ব্যথা।

আমি চাই সেই শুক্রবার,
স্নিগ্ধ নীরবতার ধ্বনি,
জুম্মার খুতবার ঐশ্বর্য,
জুড়াবে চিত্তখানি।।

১২৪
মন্তব্য করতে ক্লিক করুন