রমজান আল সিয়াম

কবিতা - মরণের আগের কবিতা

রমজান আল সিয়াম

জানি,আমার এই কবিতা কেউ পড়বে না।
তবুও লিখে রেখে যায়-মিটাতে মনের বাসনা।
প্রথমে প্রিয়ার দেওয়া প্রতিটি মুহূর্ত আমাকে আনন্দ দিতো,আর এখন আমাকে কাঁদায়,
নিরবে কাঁদায়,নিভৃতে কেঁদে যায়।

আমার বুকের বাম পাজরের হাড় টাই এক টা কালো দাগ পড়েছে তার পাশে ছিদ্র,
আর সেই ছিদ্র দিয়ে রক্ত ক্ষরণ হয় প্রতিটি মুহূর্তে। তবুও আমার বাহিরের জগৎ টা চিরো অম্লান,হাসি মাখা।

যদি তোমরা আমার ভিতরের জগৎ টাকে জানতে তবে,আমার মরণের আগের কবিতা টা পড়তে। আমার প্রিয়া আমাকে কষ্ট দিছে অনেক,
এখন কাঁদি শুধু ক্ষনে ক্ষনেক।

রচনা : ৪/৭/১৯ইং
নিজ বাসভবনে।

পরে পড়বো
৩৩১
মন্তব্য করতে ক্লিক করুন