তোমাকেই লিখছি – রুদ্র গোস্বামী
তোমাকেই লিখছি – রুদ্র গোস্বামী
রুদ্র গোস্বামী

ছবিতে কবিতা (বাণী) - তোমাকেই লিখছি – রুদ্র গোস্বামী

লেখক: রুদ্র গোস্বামী

পাহাড়ের কথা লিখছি
তোমার অভিমান মনে পড়ছে।
আকাশ লিখলে মনে পড়ছে
তোমার পাখি হওয়ার শখ।
আলোর কথা কি লিখি
সেখানেও ফুলের মতো হাসছ তুমি।
অন্ধকার?
পুরো কবিতা

৪৩০
মন্তব্য করতে ক্লিক করুন