তোমার জন্যে
তোমার জন্যে
রুদ্র গোস্বামী

ছবিতে কবিতা (বাণী) - তোমার জন্যে

লেখক: রুদ্র গোস্বামী

তোমার জন্যে এই
মাঠে আমি সবুজ রেখেছিলাম।
তোমার জন্যেই আমি গাছের
নীচে ছায়া রেখেছিলাম।
তোমার জন্যে আমি পাহাড়ের
কাছে হাত পেতে বলেছিলাম,
– ও পাহাড় তুমি নদীর
স্বরলিপি লেখো।
শুনেছিলাম তুমি বহু দূর
ভূমধ্য সাগর হেঁটে ফিরছ,
তোমার জন্যেই এখানে, এই
ঘাসে আমি আঁচল পেতেছিলাম।

৫৯
মন্তব্য করতে ক্লিক করুন