সকালবেলা সেলফোন হাতে নিয়ে আমাদের প্রথম কাজ ছিল
আমরা একে অপরকে সুপ্রভাত জানাতাম।
আমাদের রোজ একটা করে সুপ্রভাত ছিল।
দুপুরে জানাতাম বড্ড মন কেমন করছে।
আমাদের বিকেলটা কেটে যেত, দেখা হওয়ার অপেক্ষায়।
আমাদের দেখা হতো।
তারপর ফেরার সময় দুজন দুজনকে মুখ ঘুরিয়ে অনেকক্ষণ দেখতাম,
দূর থেকে আমরা আমাদের ইশারায় জানাতাম -“ঠিকঠাক যেয়ো।”
আমাদের শেষ কথা হতো মাঝরাতে, -“আমাকেই স্বপ্নে দেখো”।
ভালোবাসার কথা শুনলেই মনে পড়ে, আমাদের একদিন রোজ দেখা হোতো।
এই ছোট্ট পৃথিবীতে আমাদের একদিন “সুপ্রভাত ছিল”।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন