তোর চোখের মাপের
আকাশ আমি নই
তাই উড়তে বলিনি তোকে
তোর মনের মাপের
বাসাও নেই এ বুকে
তাই বসতে বলিনি আরবার
কিন্তু পাখি
তবু বলি শোন-
আমার আকাশে সীমানা
রাখিনি আমি
খাঁচাও রেখেছি খুলে
ফিরে দেখিস তোর আকাশে
ঝড় এলে…
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন