রুদ্র গোস্বামী

কবিতা - সময়

লেখক: রুদ্র গোস্বামী

কেমন আছো, কাকে বলবো?
সবাই দিব্যি ভালো থাকার ভান করে আছে।
কথা রেখো, কাকে বলবো?
সবার কাঁধে একটা করে না রাখা কথার পাহাড়।
কাকে বলবো, মনে রেখো?
সবার হৃদপিণ্ডে টাঙান কয়েক প্রস্ত রঙিন মুখোশ।
কাকে বলবো, তুমি হাত ধরতে জানো?
সবার মুঠো ভরতি স্বপ্ন খুনের ঋণ।
কাকে বলবো, শুনতে পাচ্ছ?
কেউ এখানে কান পেতে নেই।
কাকে বলবো? ইচ্ছে হলে আসতে পারো।
সবাই যাবার জন্যে পা বাড়িয়ে প্রস্তুত।
কাকে বলবো? দেখে যাও,
তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি।
সবার চোখে চওড়া ফ্রেমের রুপালী আকাশ।

৩৫৮
মন্তব্য করতে ক্লিক করুন