পাহাড়ের কথা লিখছি
তোমার অভিমান মনে পড়ছে।
আকাশ লিখলে মনে পড়ছে
তোমার পাখি হওয়ার শখ।
আলোর কথা কি লিখি
সেখানেও ফুলের মতো হাসছ তুমি।
অন্ধকার?
সে তো মরে পড়ে আছে তোমার চুলে।
মেঘ ভাবতেই, লিখে ফেলছি
তোমার কাজল টানা চোখ।
আর নদী লিখব কি?
শুরুতেই জানতাম তুমি নদী ভালোবাসো।
কদিন থেকে একটা কবিতা লিখতে গিয়ে
বোকার মতো শুধু তোমাকেই লিখছি।
সীমানা, আমার কী অসুখ করেছে?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন