গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে কাতারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এ.কে.এম আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ারুল হাসান। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি ও দূতালয় প্রধান নাসির উদ্দিন।
বিষয় ভিত্তিক আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী, কাতারে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু শামা।
অনুষ্ঠানে ভাষা শহীদ’দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাগফিরাত কামনা করা হয়।
আলোচনায় কাতারে বাংলাদেশ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনায় বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতি প্রচার প্রসার ও ক্রমবিকাশে মান্যবর রাষ্ট্রদুতের সহযোগিতা কামনা এবং উদ্যোগ নেওয়ার আহ্ববান জানান। সাথে সাথে সাপ্তাহিক পত্রিকা, ২৪ ঘণ্টা রেডিও প্রচার এবং শিল্প সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার উপর গুরুত্বারোপ করেন।
মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্ববান জানান, এছাড়া ভাষা শিল্প সাহিত্য প্রচার প্রসারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন’কে ধন্যবাদ জানান।
সংগঠনের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূতকে ক্রেস্ট ও প্রকাশিত ম্যাগাজিন উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে ১৯৫২ ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত দেশমাতৃকার মুক্তি ও কল্যাণে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও শিক্ষক হাফেজ মাওলানা জসীম উদ্দিন মাশরুফ।।নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
মন্তব্য করতে ক্লিক করুন