সময় বাড়ানো হলো বইমেলা ২০২২
সময় বাড়ানো হলো বইমেলা ২০২২

আলোচনা - সময় বাড়ানো হলো বইমেলা ২০২২

লেখক: সাহিত্য বার্তা
প্রকাশ - শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২

চলমান অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত রবিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ভার্চ্যুয়ালি বইমেলা উদ্বোধন করেন । বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।

কিন্তু গত ২৭ ফেব্রুয়ারী সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, সময় বেড়েছে বইমেলার, শেষ হবে ১৭ মার্চ।

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার নিয়ম থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার ১৫দিন দেরিতে শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে বইমেলার দোকান। রাত ৮টার পর কেউ মেলায় ঢুকতে পারবে না। তবে ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন