এই সূর্যদয়ের ভোরে এস আজ

সলিল চৌধুরী সলিল চৌধুরী

এই সূর্যদয়ের ভোরে এস আজ
সবে মিলে নিই এ শপথ
এই ধ্বংস স্তুপ মাঝারে
গড়ব ইমারত।।


তাই কি আসে বুকে বুকে যত আশা
স্বপ্ন এবার পাবে নতুন করে ভাষা
ভেঙ্গে গেছে ঘর
তাদের হারায়ে গেছে সব
লাখ শহীদের আত্মার শোন কলরব
দু’বাহুতে আন বল
ভুলে যাই দলাদল
এস পূর্ণ করি মনোরথ।।


নতুন ফসল মাঠে মাঠে হবে বোনা
ক্ষেতে খামারে ভরে ভরে রবে সোনা
বাংলা মা গো নতুন সাজিতে সাজাব
মনি মুক্তায় ও আঁচল ভরিয়ে দেব
যত কারখানা কল মুখরিত অবিরল
হবে মুক্ত এ মুক্তির পথ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন